বাসনা।
হে দয়াময় ধরনীর মালিক রব্বানা,
ভৃত্ত আমি তোমার কাছে করি কমনা।
জানিনা আত্মার উত্থান কালে,
পাবকিনা স্বর্গের ঠিকানা।
মদ্যপ আমি ভ্রষ্ট আমি,
করি তোমারই আরাধনা।
যদি না পায় তোমার করুণা,
তবে কে শুনবে এ হৃদয়ের বেদনা।
ক্ষমা করো এই অধম ধৃষ্টরে,
করো এই পাপীকে মার্জনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন