এবার তোমার হবে জয়।

 

যদি স্বপ্ন তোমার কভু ভেঙ্গে যায়, ভেবোনা এ তোমার কোন পরাজয়।

 তুমি তো স্বপ্ন দেখেছিলে, যে স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এবার তোমার হবেই জয়।

যদি ভয় পাও, যদি একা লাগে, ভেবে নিও তুমি তো একা নও,

তোমার স্বপ্নেরা তোমার সাথে।

 তোমার স্বপ্নেরা আর কাঁদবে না, তোমার স্বপ্নের এবার হবেই জয়,

 শুধু বসে থাকা নয়, শুধু ভাবনা নয়, তোমার স্বপ্নের করতে হবে জয়,

 যদি ঝড় আসে যদি থেমে যায়, তুমি বুঝে নিও এ ঝড় তোমার লক্ষ্য নয়, তোমার অবিরত ছুটে চলা এনে দেবে জয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।