কষ্টের কয়লা।

জ্বলে জ্বলে পুড়ে পুড়ে হয়ে গেছে কষ্টের কয়লা,

 আমি এক কষ্টের কয়লা।

 কষ্ট নেবে, হরেক রকম কষ্ট আছে, কোনটা নেবে।

কষ্টেরা থাকে, কষ্টেরা আছে, গৃহ হারা মানুষের বেঁচে থাকার কষ্ট,ঠিকানাহীন শিশুর বেড়ে ওঠার কষ্ট,

প্রাচুর্যের মাঝে সুখ খুঁজে না পাওয়ার কষ্ট।

কষ্টের কোন রং থাকুক বা না থাকুক তবুও কষ্ট থাকে।

অনেক চাওয়ার মাঝে না পাওয়ার কষ্ট, সব পাওয়ার মাঝে কিছু হারানোর কষ্ট,

অনেক কষ্টের মাঝে অল্প একটু সুখ,

 চাইনা আমি সেই সুখ,

আমার কাছে জীবনের সব কষ্ট গুলোই যেন সুখ, তাইতো আমি সুখী।

কষ্টেরা আমায় ছোঁয়ার দুঃসাহস করে দেখতে পারো আর একবার,

কষ্টের শিকড় কোথায় আমি তা জানি,

কষ্টের  শিকড়কে আমি চিনি,

নষ্ট এ পৃথিবীতে কষ্ট নিয়ে বেঁচে আছি, তবুও আমি সুখী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।