কারণে অকারণে।
ভাবি কোন কারণে, ভাবি শুধু এই আমি, ভাবি কোন বিরহে, ভাবি শুধু, এই আমি,
ভাবি কোন বিরহে, তুমি হীনা এই আমি,
ভাবনারা মাতাল হাওয়ায় বইছে বিরহী মনে প্রতিটি ক্ষণে, ভাবি শুধু তোমারই কথা।
তুমিহীনা মনোবীণা বাজেকি বাজেনা, দুঃস্বপ্নের প্রতিটি ক্ষণ অকারণ পাবকি পাবোনা ঠিকানা।
তবু মন অবিরত ছুটে চলা অজানা পথে,
তবু মন স্বপ্ন দেখে কারণে অকারণে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন