অদৃষ্টের পরিহাস।


ভাবনা যেখানে থেমে যায়, জীবন কাটে আশা নিরাশায়।
সময় যেখানে অস্থির, জীবন কাটে স্বপ্নহীন নীরবতায়।
জীবন সে তো স্রষ্টার দেওয়া এক অমূল্য উপহার, হোক সে নারী, হোক সে নর।
নারী তুমি ধন্য, তুমি দামি, তোমারই গর্ভে এসেছে ইসা (আঃ) লাগেনি কোন নর।
ওহে মরিয়ম তুমি পবিত্র, তুমি ধন্য, তোমার মত নারী প্রয়োজন এ জগতের জন্য, আজ এ জগত হয়েছে প্রায় শূন্য, নহে কেউ তোমার মত গণ্য। 
নারী তুমি দামি, তবে কেন হয়েছ আজ বেশ বিন্যাস কারিণী,পরপুরুষগামিনী। 
নারী তুমি মা, তোমারই পদতলে জান্নাহ, তোমার হয়না তুলনা। 
নারী তুমি কি জানোনা, খাতুনে জান্নাহ, হাসান হোসাইনের মা, 
তুমি তো সেই নারী, মিছে কেন করছো সমঅধিকারের নামে বাড়াবাড়ি, 
স্রষ্টাই তোমাকে করেছে অনেক অনেক দামি। 
অকারণে যে পুরুষ করে বাড়াবাড়ি,তার সাথে আমার চিরকাল আঁড়ি, 
তারে আমরা কেন ছাড়ি, তার পায়ে বাধ বেঁড়ি, মারো বাঁড়ি। 
আজও কেন ভাঙ্গে ঘর, নিষ্পাপ শিশুরা হয় পর, এ কেমন বিড়ম্বনা, একি ভাগ্য বিড়ম্বনা।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।