বসন্ত।

 জীবনে বসন্ত এসেছিল, চলেও গেছে,

 হয়তো আসবে না ফিরে আর কোনদিন।

 কি মূল্য ছিল অমূল্য এ বসন্তের, যে বসন্ত দিতে পারিনি জীবনকে এক বিন্দু সুখ।

 যে বসন্ত সময়ের মূল্য দিতে শেখেনি, সে বসন্তের কি প্রয়োজন ছিল মানুষের জীবনে,

 তবুও বসন্ত আসবে মানুষের জীবনে, অনন্তকাল ধরে এসেছ তুমি ধরণীর বুকে,

 জানি তুমি আসবে আরো যুগ যুগ ধরে, তবু তুমি স্বপ্নজাল বুনতে গিয়ে হয়েছো জ্বালাময়ী এক জীবন,

 যে জীবন অতৃপ্ত এক বাসনা নিয়ে, আছড়ে পড়ে অনিশ্চয়তার  সুপ্ত আলো দেখতে দেখতে নতুন এক ভোরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।