বৃষ্টি হয়ে ঝরবো।
আমি হাঁসতে জানিনা তাই তোমায় নিয়ে হয়নি উড়া।
আমি তোমার মত করে পারিনি হারিয়ে যেতে, আমি পারিনি তোমায় নিয়ে হারিয়ে যেতে,
তাই এখনও তোমায় নিয়ে স্বপ্ন দেখি।
আমি সুখ কি তা বুঝি না, তাই সুখে থাকা হলো না।
আমি কষ্টকে সুখ ভেবে করি সুখের অভিনয়,
তবুও আমি সুখী, খুব কষ্টে আছি ভেবোনা।
পারবোনা আমি আকাশ ছুঁতে, পারবো না আমি তোমায় নিয়ে উড়তে।
আমি তোমার আকাশে হাজার তাঁরা হয়ে জ্বলবো,
আমি তোমার বাগানে শতফুল হয়ে ফুটবো,
আমি তোমার মনেতে বৃষ্টি হয়ে ঝরবো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন