অগ্নিদগ্ধ মন।
জীবন খাতায় লাল নীল পাতায় হিসেব মিলাতে কোথাও একটু গড়মিল ছিল মনে হয়,
মনের অজান্তে কখন যে আমি সন্ন্যাসী হয়েছি, বুঝতে পারিনি বোধহয়।
কে যেন আমায় ডাকে, আয় ফিরে আয়, আমার আর ফেরা হয় নাই,
অগ্নিদগ্ধ মন আমার হারাতে চাই চিরসবুজে অজানায়, আমি খুঁজে বেড়াই বেলা অবেলায় তিনি কোথায়।
দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা হয় মনে জাগে অনেক ভয়,এ আমি এলাম কোথায়।
চারিদিকে এত সবুজের মেলায়, আমার লাল নীল রংগুলি কিছুতেই যেন মিশতে পারে নাই,
ক্ষত বিক্ষত মন নিয়ে আমি ফিরে আসি কোন এক নির্জন কোঠায়,
আমার ক্লান্ত শরীর হারিয়ে যায় গভীর নিদ্রায়, পোড়া মন জেগে থাকে কোন সুখের আশায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন