কষ্টের লোনা জলে।

সবকিছু মুছে দিয়ে আবার শুরু করা,

 সবকিছু ভুলে গিয়ে আবার চাওয়া, আবার শুরু করা।

 অভিশপ্ত এ জীবনে কত সুখ চেয়ে হয়নি পাওয়া,

 তবু দূরে কোথাও নতুন করে, পাবো কি পাবো না, অজানা কোন সুখের খোঁজে হয়নি যাওয়া।

 কষ্টের লোনা জলে সাঁতরে আমি পাব কি কোন সুখের ঠিকানা,

 সবকিছু মুছে দিয়ে নতুন করে আবার শুরু করা।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।