অনেকটা পথ হেঁটে আমি।

আমি অনেকটা পথ হেঁটে হেঁটে তোমার খোঁজে এসে দেখি,

তোমার ঠিকানায় অন্য কেউ, তবে এই কি ছিল তোমার শেষ অভিনয়,

তবে এই কি ছিল তোমার ভাবনায়,

তুমি খুব সহজে বদলে গেছো, সময়ের রঙ্গীন হাওয়ায়।

 কিভাবে সব ভুলে ছেড়ে থাকতে পারলে আমায়,

আমি নতুন করে ভাবতে চেয়ে, ভুলে থাকতে পারিনি তোমায়।

সময়ের রঙ্গিন হাওয়ায় আমি ভাসতে শিখি নাই,

তাই ভুলে থাকতে পারিনা তোমায়।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।