অজ্ঞতার অন্ধকারে ভাইরাস।
সেজেছ দাইয়ূস, হয়েছ কাপুরুষ, পড়ে থাকলে যৌনতার মায়ায়, প্রকাশ্যে আর গোপনে যেওনা অশ্লীলতার কাছে বলেছেন আল্লাহ পাক, কোথায় পেলে ব্যাভিচারের সুযোগ দেয়নি তো আল্লাহ পাক।
কারে করো অপমান, যে রাখল আল্লাহ তাআলার মান, তুই নিকৃষ্ট জানোয়ার পশুর চেয়ে অধম, তোর চাইতে উত্তম যে দিল আল্লাহর কথার দাম।
দিলো না তারে এই জগতে কেহ সম্মান, পেলনা কোথাও তার ঈমানের দাম, তার জন্য পরকাল অপেক্ষমান, প্রভু তারে করবেন ঈমানের পুরস্কার দান।
দুনিয়ার মজায় পড়ে থাকলে সদয়, দেখো আখেরাত হারিয়ে যায়।
যেদিন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত মানব জাতি প্রায়, সেদিন আবার ফিরে এসেছে বোধ হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন