যম-যাতনা।
এ দেহ তোমার মাটি হবে থাকতে হবে নিরালায়,
কেউ যাবে না ডাকতে তোমায়।
তোমায় একলা ঘরে থাকতে হবে করবে ভীষণ ভয়।
তখন কাঁদলে আর সার হবে না, যতই কর বিনয়।
জমে তোমায় ধরবে ঠেশে, কিছুতেই তোমার রক্ষা নাই।
সময় থাকতে হও হুঁশিয়ার, আখেরের কাজ কর ভাই।
শমন তোমার পিছে পিছে ঘুরছে দিবারাতি।
কোন দিন জানি নিবে কেড়ে তোমার জীবন বাতি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন