তোমার জানালায়।

তোমার জানালায় দখিনা হাওয়ায় এখনও কি দোলা দিয়ে যায়,

এ কোন মায়ায় আমি দেখি তোমায়, তোমার এলো চুলে মন হারিয়ে যায়, তুমি কোথায়, তুমি কোথায়,

 আমি আজও থাকি দাঁড়িয়ে তোমার জানালায়,

 তুমি কোথায়, তুমি কোথায়, কোন নতুন ঠিকানায়,

আমি এখনও ঐ জানালায়, মন হারিয়ে যায়, উদাসী হাওয়ায়,

মন হারিয়ে যায় তোমার অপেক্ষায়।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।