তোমার জানালায়।
তোমার জানালায় দখিনা হাওয়ায় এখনও কি দোলা দিয়ে যায়,
এ কোন মায়ায় আমি দেখি তোমায়, তোমার এলো চুলে মন হারিয়ে যায়, তুমি কোথায়, তুমি কোথায়,
আমি আজও থাকি দাঁড়িয়ে তোমার জানালায়,
তুমি কোথায়, তুমি কোথায়, কোন নতুন ঠিকানায়,
আমি এখনও ঐ জানালায়, মন হারিয়ে যায়, উদাসী হাওয়ায়,
মন হারিয়ে যায় তোমার অপেক্ষায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন