অস্পষ্ট ছবি।
আজকাল যা দেখি, নারী হয়েছে খালে ভাসা মড়ার মত, যা কিনা আমার মত চিল শকুনের খোরাক।
অবাক হচ্ছেন ?
হওয়ারই কথা, আহারে সভ্য জাতি, সভ্যতার গণ্ডি পেরিয়ে আর কতটা অসভ্য হলে পরে, নিজেকে সভ্য বলে দাবি করতে পারব।
রাতের নক্ষত্রের মত সত্য, আমার বুকের মধ্যখানে ঠিক কলিজা বরাবর,
যে ক্ষত চিহ্নটি রয়েছে,
তা হয়তো কেউ কোনদিন দেখতে পাবেনা, যেটা আমি দেখি।
এমন একজন আছেন, যিনি তার শরীরের শেষ রক্ত বিন্দু টুকুও উৎসর্গ করতে পারেন, তার সন্তানের জন্য, আর তিনি হলেন মা,
এর ব্যতিক্রম কিছু হয়ে থাকলে, আমার জানা নাই তিনি আসলে কে,
আমি জানি, আমার মায়ের কাছে আমি অনেক বেশি ঋণী, যা অস্বীকার করার সাধ্য আমার নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন