বিভীষণ।

আমি আজ অন্য কোথাও, আমি আছি দূরে কোথাও।

যেখানে কোন কষ্ট নেই, তোমাদের কোন কথা আজ আমাকে কষ্ট দেয়না।

আমি আজ কারো কোন কষ্টের কারণ নই,

আমি আর কারো কোন কষ্টের কারণ হতে চাই না।

আমার কারণে তোমাদের কেউ আজ কষ্ট পাবে না।

তাই তোমাদের সুখ কামনায়,

আমি আজ অন্য কোথাও, আমি আজ দূরে কোথাও।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।