অন্তিম কাল।
যেতে নাহি মন চায় তবু চলে যেতে হয়,
তবু কেন বাধি এ ঘর কিসের আশায়।
যাব বলে এসেছি সাথে কি নিয়েছি ভাই,
পাপ পূর্ণের হিসাব কালে পূর্ণের ভাগ বেশি হওয়া চাই।
পিছনে ফিরে তাকিয়ে দেখি নেওয়ার মতো কিছুই নাই,
স্মৃতিগুলো হাতড়ে দেখি এই শেষ বেলায়,
কি ভুল আমি করেছি আর যে সময় নাই, এখন কি উপায়।
উপায় তো একটাই, আর কোনো ভুল নয়, এখনই শুধরে নেবার শেষ সময়।
কিন্তু সেই সময় আমাকে দেওয়া হবে কিনা তা আমার জানা নাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন