মিথ্যে উৎসব।

 কেন জীবনটা অন্যরকম হতেও তো পারত,

 দেয়ালের ওপাশে কান পাতো,

 কিছু কি শুনতে পাও, কিছু কি বুঝতে পারো, বুঝতে পারো কি কিছু,

 না তুমি পারনি।

 তুমি তো আছোই বেশ সুখে,

কখনও কি তীব্র ক্ষুধার যন্ত্রণায়, কেঁদেছে তোমার দু'নয়ন।

তুমি তো কাঁদতে শেখোনি, তুমি কাঁদতেও শেখোনি, 

তবে কেন তোমায় নিয়ে এত উৎসব, ভেঙ্গে ফেলো, ভেঙ্গে ফেলো, ঐ বন্ধ দুয়ার।

চোখ মেলে দেখো তুমি, কিছু কি দেখতে পাও, না তুমি পারনি, না তুমি পারোনি,

 তুমি তো মেতে ছিলে অজানা সুখের নেশায়।

 তবে কেন এত উৎসব, তবে কেন তোমায় ঘিরে এত সব মিথ্যে উৎসব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।