বর্ষণ।
বৃষ্টির ছন্দে নাচে মন আনন্দে,
আয় খেলি জল কেলি, ঝাপ দেই জলে।
আমার ঘরে ছনের চালে, টুপ টাপ জল পড়ে,
দেখো হাঁসের পাল ডুব দেয় পুকুর জলে।
কাক পক্ষীরা ভিজতে থাকে বসে গাছের ডালে,
বকগুলি সব উড়ে যায় বাঁশ বাগানের ঝাড়ে।
ছোট ছোট, ছেলে মেয়ে ঝাপ দেয় খালে,
মন হারিয়ে যায় আমার ছোট্টকালে।
সন্ধ্যে হলে মন আনন্দে, ব্যাঙ নাচে বৃষ্টির তালে তালে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন