হারিয়ে যেতে দেব না।

তুমি মনের ঘরে আগুন জ্বেলে, কোথায় রবে পালিয়ে,

 তোমার ঐ মনেতে, আমি আগুন জ্বেলে পোড়াবো তোমাকে।

 যেন সেই আগুনে, পুড়ে দুজনে গড়বো নতুন এক জীবন,

 যেখানে দুজনে গড়বো প্রেমের সমাধি এক জীবন,

 খুব গোপনে, মন গহীনে রেখেছি তোমায় যতনে,

 কভু হারাতে দেব না কোন কারণে।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।