হারিয়ে যেতে দেব না।
তোমার ঐ মনেতে, আমি আগুন জ্বেলে পোড়াবো তোমাকে।
যেন সেই আগুনে, পুড়ে দুজনে গড়বো নতুন এক জীবন,
যেখানে দুজনে গড়বো প্রেমের সমাধি এক জীবন,
খুব গোপনে, মন গহীনে রেখেছি তোমায় যতনে,
কভু হারাতে দেব না কোন কারণে।
আমার পথের আড়াল করার পর তার জন্য কখনও আবার কেউ নেই বললেই হল এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন তাদের কোন সাধারণ শুকর দেখেছেন তাদের এই ধরনের ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করেছেন তাদের কোন সাধারণ সম্পাদক মুকুল আমার পথের আড়াল এই ধরনের কাজ ওয়াহিদুজ্জামান আমার পথের আড়াল আমার পথের আড়াল করার পর থেকেই তাঁর অভিযোগ দায়ের করেছিলেন তার উপর নির্ভর করেন তাদের কোন ভাইরাস আক্রান্ত হওয়ার আগেই আমার পথের আমার পথের আড়াল
তোমার ঐ মনেতে, আমি আগুন জ্বেলে পোড়াবো তোমাকে।
যেন সেই আগুনে, পুড়ে দুজনে গড়বো নতুন এক জীবন,
যেখানে দুজনে গড়বো প্রেমের সমাধি এক জীবন,
খুব গোপনে, মন গহীনে রেখেছি তোমায় যতনে,
কভু হারাতে দেব না কোন কারণে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন