তুমি নেই তাই।
তুমি কোন কারণে, তুমি কোন সাগরে, তুমি কোন সাগরের জলে ডুব দিলে,
আমি খুজিনি তোমায়, আমি খুজিনি তোমায়, ঐ সাগরের জলে।
তুমি কোন আকাশে, তুমি কোন আকাশে মেঘেদের মাঝে হারালে ঐ নীলিমায়, আমি খুজিনি তোমায়, ঐ দূর নীলিমায়।
তুমি ছিলে কল্পনাতে, তুমি ছিলে ভাবনার আকাশে, তুমি ছিলে মন সাগরের অশ্রু জলে মিশে,
তবে কোন কারণে হারালে, কোন সুখের মিলন মেলায়।
তুমি কোন বেদনায় দিয়েছ বিদায়, তুমি কোন বিরহে ভেঙ্গেছো হৃদয়,
সবই যে অকারণ ছিল মনে হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন