তুমি নেই তাই।

কেন আজ বারে বার মনে হয়, তুমি নাই, তুমি নাই, তুমি নাই, তুমিহীনা এই আমি, একাকী নিরবে স্মৃতিগুলো কেঁদে যায়।

 তুমি কোন কারণে, তুমি কোন সাগরে, তুমি কোন সাগরের জলে ডুব দিলে,

 আমি খুজিনি তোমায়, আমি খুজিনি তোমায়, ঐ সাগরের জলে।

 তুমি কোন আকাশে, তুমি কোন আকাশে মেঘেদের মাঝে হারালে ঐ নীলিমায়, আমি খুজিনি তোমায়, ঐ দূর নীলিমায়।

 তুমি ছিলে কল্পনাতে, তুমি ছিলে ভাবনার আকাশে, তুমি ছিলে মন সাগরের অশ্রু জলে মিশে,

 তবে কোন কারণে হারালে, কোন সুখের মিলন মেলায়।

 তুমি কোন বেদনায় দিয়েছ বিদায়, তুমি কোন বিরহে ভেঙ্গেছো হৃদয়,

 সবই যে অকারণ ছিল মনে হয়।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।