স্মৃতিগুলো কাঁদে।

হারিয়ে যাওয়া দিনগুলোতে আমি খুজি তোমায়,

 যা ছিল আমার, সবই যে তোমার, কেন তুমি আজ অন্য মানুষ,

 সবই আজ হারালো, সব কেন এলোমেলো,

 আধার কালো অন্ধকারে, হেঁটে চলি অজানায়,

 তবু কেন স্বপ, স্বপ্ন হারায়।

স্মৃতিরা কাঁদে স্মৃতির অন্ধ ঘরে, একেলা কেঁদে যায়।







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।