তোমার অপেক্ষায়।
জানি তুমি আসবে ফিরে কোন একদিন,
আমি সেই দিনেও তোমার অপেক্ষায়, আমি আজও থাকি তোমার অপেক্ষায়, তুমি কোথায় তুমি কোথায়।
আমি অনেকটা পথ হেঁটে হেঁটে ক্লান্ত তোমার অপেক্ষায়, আমি অনেক দূরে তেপান্তরে, দূরে কোথাও পাইনি খুজে তোমায়, তবু তোমার অপেক্ষায়।
তুমি এসো ফিরে, ঝড় হয়ে, নদী হয়ে, এই হৃদয়ে, তুফান হয়ে এসো এই হৃদয়ে,
তৃষ্ণার্ত এ হৃদয় তুমি দাও ভরিয়ে, মরুময় এ হৃদয় তুমি দাও ভিজিয়ে,
যেন অনন্তকাল তোমার অপেক্ষায়, তুমি কোথায় তুমি কোথায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন