ধ্বংসের শেষ প্রান্তে।
কি দেখছি এসব, কি হচ্ছে সব চারপাশে, এ কি মহাপ্রলয়ের সুর শুনি।
শকুন দেখেছেন কখনও ? আমি দেখেছি, সে কোন সাধারণ শকুন নয়, সে এক মানুষ রুপি শকুন।
যারা দুনিয়ার মোহে অন্ধ, নিরীহ নিরপরাধ মানুষের সাথে করে অন্যায় অত্যাচার লুন্ঠন, এরাই তো মানুষ রুপি শকুন।
ওহে মানুষ তোমার কিসের এত প্রয়োজন, ছোট্ট এই পৃথিবীতে, দু'দিনের জন্য এত এত সব কিছুর,
পথের ধারে পড়ে থাকা মানুষটির জন্য কখনও কি কেঁদেছে তোমার অন্তর,
তবে কিসের নেশায় মত্ত তুমি, নিত্য কর অন্যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন