শূন্য পৃথিবী।
অন্ধকারে খুঁজেছি নিজেকে পেয়েছি এক অন্তর নামক বস্তুর মাঝে আমার বসবাস।
শুধু চিনলো না আমায়, আমার চারপাশ।
আমার কষ্ট নিয়ে নষ্ট এ পৃথিবী, ভালো থেকো আমার চারপাশ।
শূন্যতায় হারিয়ে যাবো হয়তো কোন একদিন,
শূন্য এই পৃথিবীর বুক চিড়ে মাটির অতল গহীনে, যেখানে থাকবে না আমার দুর্গন্ধময় নিঃশ্বাস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন