শূন্য পৃথিবী।

 সুন্দর এই পৃথিবীতে আমি এক অদ্ভুত সুন্দর।

 অন্ধকারে খুঁজেছি নিজেকে পেয়েছি এক অন্তর নামক বস্তুর মাঝে আমার বসবাস।

 শুধু চিনলো না আমায়, আমার চারপাশ।

 আমার কষ্ট নিয়ে নষ্ট এ পৃথিবী, ভালো থেকো আমার চারপাশ।

 শূন্যতায় হারিয়ে যাবো হয়তো কোন একদিন,

 শূন্য এই পৃথিবীর বুক চিড়ে মাটির অতল গহীনে, যেখানে থাকবে না আমার দুর্গন্ধময় নিঃশ্বাস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।