নির্জলা।
আমার পৃথিবী কেন আমার মত নয়, সবকিছু যেন অন্যরকম মনে হয়,
কেন বারবার স্বপ্ন ভেঙ্গে যায়, কেন সবকিছু এলোমেলো হয়, নির্জনতা ডাকে আমায়,
কোলাহল পিছু ছাড়তে নাহি চায়, সবকিছু যেন খাপছাড়া মনে হয়,
মনে জাগে ভয়, কোন দিন পাড়ি দিতে হয়, অচিন দেশের দূর অজানায়,
তবু মন কিসেরও লাগি করে হায় হায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন