কষ্ট।
কষ্ট তুমি কি আজীবন আমাকেই ভালবাসবে,
আমি তো তোমাকে চাইনি কোনদিন।
তবুও তো কষ্ট তুমি এসেছ খুব গোপনে আমার জীবনে,
আমি জানতেও পারিনি কোনদিন।
তোমার আসার শব্দ আমি শুনতে পাইনি।
আমি যেদিন এই পৃথিবীতে এসেছিলাম, সেদিন আমার মা তোমাকে দূরে ঠেলে হেঁসেছিল,
আমার জীবনে তুমি আসবে এটা আমার মা চাইনি,
কোন মা সেটা চাইনি কোনদিন।
কষ্ট তুমি কি হাঁসতে জানো না, তুমি কি শুধু কাঁদতে শিখেছো,
আজ আমার মা কাঁদে, তুমি কি আমার মায়ের চোখের পানি মুছে দিতে পারো না কোনদিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন