একাকী আবার।
নেই কোন কষ্ট আমার, নেই কোন ব্যথা আর, নেই কোন কিছু আর হারাবার আমার,
শুধু একজন তুমি ছিলে আমার, তোমারই বিরহে একাকী আবার।
আমি ভাবতেও পারি না, এক মুহূর্ত তোমায় ছাড়া আর।
একাকী জীবন আমার শূন্য মনে হয়,
পৃথিবীর দূর সীমানায় মন হারিয়ে যায় অবেলায় আবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন