পার করো আমারে।

একুল ওকুল দুকুল গেল, আমার একুল ওকুল দুকুল গেল, পাবো কি তোমার দেখা আমি।

সেদিন পুলসিরাতের পাড়ে বসে, কান্দে আমার দয়ার নবী, 
সেদিন পার হয়ে যায় কত জনে, আমার লাগি কোনজন কান্দেরে।

আমি হারাইলাম সবি, আমি হারাইলাম সবই, মিছে এই দুনিয়ার লাগি।

পাপের মাঝে ডুবে আছি, তোমার দয়ারও ভিখারি,
না পাইলে তোমারে আমি, তুমি হইবা কারে।

যারে যা আছে তার তাই সম্ভব, আমার কিছুই নাই।
আমি হারাইলাম সবই, আমি হারাইলাম সবই,
মিছে এই দুনিয়ার লাগি।
একুল ওকুল দুকুল গেল, আমার একুল ওকুল দুকুল গেল, পাবো কি তোমারে আমি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।