বিচ্ছেদের অনল।

এখন আর খাবারে লবণ কম হলে,অতিরিক্ত লবণের প্রয়োজন হয় না,এখন আর তিন বেলা খাওয়ার প্রয়োজন হয় না,খুব যখন খিদে পায় তখন কিছু খাওয়ার প্রয়োজন হয়। এখন আর আগের মত ঘুমের প্রয়োজন হয় না,ঘুম শব্দটাই যেন আমার জীবন থেকে হারিয়ে গেছে। এখন আর সেজেগুজে ঘুরতে যাওয়া হয় না, ময়লা টি-শার্টে যেন আমাকে বেশি মানায়। এখন আর আমার ত্বকের যত্ন কেউ নেয় না,তাই আমাকে আর ফেসওয়াশ কিনতে হয় না।এখন আর কেউ আমার জুতো পরিষ্কার করে দেয় না,তাই অনেক বছর বাটা কিম্বা এপেক্সের শোরুমে যাওয়া হয় না। এখন আর কেউ আমার মাথার চুল গুলি বড় হয়ে গেছে এ কথা কেউ বলেনা,তাই ঘন ঘন সেলুনে যাওয়া হয় না, এখন আর আমার হাতে পায়ের নখগুলি কেউ কেঁটে দেয় না, তাই নেইল কার্টারের প্রয়োজন হয় না,এখন আর আমাকে কেউ কাঁচের চুড়ি আর কালো টিপ কিনে দেয়ার কথা বলেনা। এখন আর দিন শেষে বাড়ি ফেরার সময়,কাঁচা বাজার থেকে ঘুরে আসার কথা কেউ বলেনা,এখন আর কেউ আমাদের ছেলে মেয়েদের নাম কি রাখা হবে,সে কথা কেউ বলেনা,এখন আর কেউ গোসলের সময় আমার পিঠের ময়লা পরিষ্কার করে দেয় না,এখন আর কেউ আমার খাওয়া শেষে রেখে দেওয়া মাংসের হাড়ের টুকরাগুলো চিবানোর জন্য পাশে বসে থাকে না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।