উনুন জ্বালবার কেউ নেই।

আমার ভাঙ্গা বাড়ির উনুন জ্বালবে কে,
কেউ কথা রাখেনি, নাকি আমি কোন দিন কাউকে বুঝতে পারিনি। 
আমার ভাঙ্গা বাড়ির উনুন জ্বালবে কে, শূন্য ঘর আমার করে হাহাকার।
আমার প্রাণের বুলবুল,
একদিন শূন্যতা অনুভব করবে তাঁর মায়ের আঁচল,
সে দিন কে মুছে দেবে তাঁর অশ্রুজল।
একথা ভেবে, আমার চোখের কোনে ক্ষণে ক্ষণে জমে যায় কিছু কিছ জল।
আব্বু বলে ডাকে যখন, জুড়ায় আমার প্রাণ তখন,
তাঁরো কি মা বলে ডাকতে ইচ্ছে করবে না তখন।
কিছু শূন্যতা পূরণ হয় না, কোন কিছুর বিনিময়ে,
তেমনি ভাবে এ শূন্যতা থেকে যাবে আমার বুলবুলের প্রাণে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।