চিরস্থায়ী নিবাস।

এ ঘর তোমার থাকবে না আর যেথায় তুমি আছ, 
আজ না হয় কাল যেতে হবে তোমায় পরপারে সে ঘর তুমি বাঁধিও। 

স্বজন সুজন থাকবে না কেউ তোমার যাওয়ার বেলায়, এই কথাটি মনে রেখো যেতে হবে একেলাই।

অতি যতন করে তুমি বাঁধিও সে ঘর, সে ঘর তোমার আপন ঘর, যেথায় তুমি থাকবে চিরকালই।

পৃথিবীর এই শূন্য ঘরে সবই শূন্য মনে হবে, বিশ্বাস যদি থাকে তোমার ঐ রবের উপরে, একটি কথাই মনে হবে তোমার যাওয়ার কালে, ঐ হৃদয়ে স্মরণ কর রবের নামটি তাহলে। 

ব্যস্ত সময়, ব্যস্ত সবাই, ব্যস্ত তুমিও, অস্ত গেল সূর্য তোমার জানলে না তুমি ভুলেও।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।