অদেখা ভুবন।

মানুষের জন্ম আছে মৃত্যু নাই, তবুও তাকে একদিন মৃত্যুর স্বাদ নিতেই হয়, আমাকেও একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে, আমি কোন সাধু নই যে, আমাকে জবাব দিহিতার সম্মুখীন হতে হবে না, এটা ভাবার কোন সুযোগ নেই। অশান্ত হৃদয় আমার কবে হবে শান্ত, আমার জানা নাই, এই পৃথিবীর কোন বস্তুই আমাকে শান্তি দিতে পারেনি, আর কখনও পারবেও না কোনোদিন। কোনো সুদর্শনা নারী কিম্বা স্বাচ্ছন্দের জীবন, আমাকে আটকে রাখতে পারেনি কোনদিন। কোনো এক অদেখা ভুবনের অপেক্ষার অবসান হবে একদিন, সেদিন আমি বড় অসহায়, জানিনা যন্ত্রণার কূপে জ্বলতে হবে কিনা চিরদিন। এই ভয় আমাকে তাড়া করে বেড়ায় সব সময়, ইচ্ছায় অনিচ্ছায় করেছি কত অন্যায়, এজন্য কি স্রষ্টার কাছে ক্ষমা চাইলেই কি সবকিছুর সমাধান হয়ে যায়। মানুষের প্রাপ্য মানুষকে বুঝিয়ে না দিয়ে ছুটি কাটাতে চায় এমন মানুষের অভাব নাই, এরা কি ভেবেছে খুব সহজেই সবকিছু সমাধান হয়ে যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবন যন্ত্রণা।

অদ্ভুত জীব।

অদৃশ্য দেয়াল।