পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাসনা।

ছবি
 হে দয়াময় ধরনীর মালিক রব্বানা,  ভৃত্ত আমি তোমার কাছে করি কমনা।  জানিনা আত্মার উত্থান কালে,  পাবকিনা স্বর্গের ঠিকানা।  মদ্যপ আমি ভ্রষ্ট আমি,  করি তোমারই আরাধনা।   যদি না পায় তোমার করুণা, তবে কে শুনবে এ হৃদয়ের বেদনা। ক্ষমা করো এই অধম ধৃষ্টরে,  করো এই পাপীকে মার্জনা।

জীবন যন্ত্রণা।

ছবি
ক্ষুদ্র চাওয়া আমার, ক্ষুদ্র আমার চাওয়া, বেঁচে থাকার জন্য দু'বেলা দু'মুঠো ভাত চাই। পরিধানের জন্য বস্ত্র চাই, মাথা গোজার মত ঠাই চাই, জৈবিক চাহিদার জন্য সহ-ধর্মিনী চাই। বার্ধক্যে উপনীত হওয়ার পরে, দেখা শোনার জন্য, সুসন্তান চাই। পাঠালেন যিনি, দেন না কেন তিনি, চেষ্টার তো কমতি করেনি, কেউ কোনদিনই,  যাকে খুশি তাকে দাও, এটাই তো তোমার নিয়ম নীতি। পরীক্ষার নামে যন্ত্রণা, আর তো প্রাণে সহেনা।  কে করবে পরিবর্তন, এ সমাজ ব্যবস্থার অতি যতন, কারো জীবন কেটে যায় স্বাচ্ছন্দে, ভোগ বিলাসে, আবার কারো কারো ফুটপাতে অনাহারে-অর্ধাহারে অতি কষ্টে। এ নিয়ে অনেকেরই মাথাব্যথা আছে ঠিকই, কিন্তু প্রতিকারের কোন চেষ্টা নাই কোনদিনই। যদিও থেকে থাকবে, সেটাও আবার লোক দেখানো কিছু খবর, পত্রিকার পাতায় সীমাবদ্ধ থেকে যায় চিরদিনই। তুমিও মানুষ, সেও মানুষ তবে কেন এই বৈষম্য, দু'দিনের দুনিয়ায় আজীবনই।  তোমার কষ্ট হলে তো, তারও কষ্ট হয়,এটা বোঝার জন্য কি অনেকটা সময়ের প্রয়োজন হয় ?  তোমার যত সম্পদ, বিলিয়ে দাও সব, আছে যত অনাহারী ক্ষুধার্ত পথিক, নিয়ে যায় যদি সব।  কি ভাবছ, শেষ হয়ে গেছে সব, না কখ...