কেউ পাপ করে অভাবে, আবার কেউ পাপ করে স্বভাবে, আমি কোন কাতারে।বরাবর-ই আমি অভাবী, আমি এমনই এক অভাবগ্রস্ত, যে কিনা তাঁর রবের কাছ থেকে ক্ষুধা পেলে অন্য, আর রক্ত মাংসের শরীর ছাড়া কিছুই পায়নি, হ্যাঁ অনেকে তো সেটাও পায়নি, এর কারণ যদি এরকম হয়, তাঁকে দেখে এটা বুঝে যায় যে, তাঁর থেকে আমার রব আমাকে অনেক ভালো রেখেছেন, তাহলে সে কি বলবে, ধরে নিলাম তাঁর কোন অভিযোগ নেই, কিন্তু আমি বলবো সে তো আমার থেকে ভলো আছে।আমার দু'টো হাত, দু'টো পা,দু,টো চোখ,চিন্তা করার জন্য মস্তিষ্ক আছে, কিন্তু সে গুলো সব অকেজো, এর জন্য তো আমি দায়ী নই আমি তো কোন ভাবেই এ গুলোকে অকেজো করার চেষ্টা করিনি কোনদিন,তাহলে কি আমি মিথ্যাবাদী,সত্যিটা তুমি বলে দাও। আমার অপরাধ কি এটাই যে, তুমি আমাকে সৃষ্টি করেছ ক্ষুধা,দারিদ্রতা, হতাশা, দুশ্চিন্তা,অসুস্থতা,ফল-ফসলের বিনষ্টের মাধ্যমে পরীক্ষায় ফেলার জন্য,আরও বলেছ,নিশ্চয়ই সবরকারীদের জন্য রয়েছে সুসংবাদ।এ কথা তো অনেকেই জানে,যারা পার্থিব জীবনকে প্রাধান্য দিবে তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু অনেকেই সেটা মানে না, এরমধ্যে তোমার প্রতি যারা বিশ্বাস রাখে, আর যারা রাখে না, উভয়ই বিদ্যমান। ত...